পরকীয়া
- আরিফুল হক দ্বীপ

আমি তোমাকে ভালোবাসি বলেই
এ প্রেম নিষিদ্ধ নয়,
বলুক তারা পরকীয়া-
তোমার জরায়ুর গৃহে যে ভ্রুণ
দিন গুণছে পৃথিবীতে আসারর,
সে নিষ্পাপ শিশুর কসম
আমি তোমাকে ভালোবাসি।
আর তোমাকে ভালোবাসি বলেই
এ প্রেম নিষিদ্ধ নয়,
বলুক তারা পরকীয়া
নিষিদ্ধ স্পর্শ,নিষিদ্ধ যৌনতা।
তোমার আসন্ন প্রসবের ব্যথায়
যোনি-ছেঁড়া ওই বিন্দু বিন্দু
রক্তের কসম,
আমি তোমাকে ভালোবাসি।
আর তোমাকে ভালোবাসি বলেই
এ প্রেম নিষিদ্ধ নয়,
বলুক তারা পরকীয়া।
তোমাকে কথা দিয়েছি,
এ রুদ্ধশ্বাসের পৃথিবী আর নয়
মুক্তো হাওয়ার দেশ দেখাবো
এবার আলিঙ্গনে আমার।
নব সূর্যের রাঙ্গা আলোকে
হবে আমাদের মিলন,
হাসুক তারা,বলুক পরকীয়া
আমরা ভালোবাসি বলেই
এ প্রেম নিষিদ্ধ নয়,হতে পারে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।